আজ বিকালে গোপালগঞ্জের ঘোনাপাড়া মোরের আগে ইমাদ পরিবহন ও একটি পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।এতে এক জন আহত হয়েছেন যিনি পিকাপ ভ্যানের ড্রাইভার । এছাড়া আর কোন যাত্রী বা কারো কোন ক্ষতি হয়নি ।তবে ইমাদ পরিবহনের সম্মুখভাগ সামান্য ক্ষতি হলে ও পিকাপ ভ্যানের সম্মুখ ভাগ একেবারে দুমরে মুচরে গিয়েছে । প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি তবে উপস্থিত ব্যক্তিদের ভাষ্যমতে ইমাদ পরিবহন ঠিকঠাক ভাবে চললেও পিকাপ ভ্যানের ড্রাইভার মোবাইলে কথা বলছিল আর গাড়ী চালাইতে ছিল ভুল পথে । সেজন্য দুর্ঘটনার স্বীকার হন । তবে সঠিক খবর পাওয়া যায়নি ।