সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা-৬ আসনের এমপি’র শ্রদ্ধা নিবেদন

মোঃ ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে
মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব রশীদুজ্জামান মোড়ল এমপি।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় এমপি রশীদুজ্জামান টুঙ্গিপাড়া পৌঁছে পাইকগাছা-কয়রার সহস্রাধিক নেতাকর্মী নিয়ে জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় জাতির জনকের মা-বাবা সহ ১৫ আগস্টে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জে‌লা আওয়ামী লী‌গের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ই‌ঞ্জি‌নিয়ার প্রেমকুমার মন্ডল, পাইকগাছা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি সহ কয়রা-পাইকগাছার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর