রাজশাহী থেকে মোঃ সুমন হোসেনঃ
রাজশাহী বেলপুকুর থানাধীন আদর্শ ডাউল মিলের সামনে বাঁশের আড্ডার পাশ হতে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যা ০৬.২৫ ঘটিকায় আরএমপির বেলপুকুর থানাধীন আদর্শ ডাউল মিলের সামনে হতে এ লাশ উদ্ধার করা হয়।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সন্ধ্যায় আদর্শ ডাউল মিলের সামনে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বেলপুকুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। যাহার নাম্বার ০৬/২২ তারিখ ১৮।০৩।২২
এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের পরিচয় এবং মৃত্যুর কারণ জানা যায়নি। লাশটি বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
যদি কেউ অজ্ঞাত লাশটির পরিচয় জানেন বেলপুকুর থানা, আরএমপি ,রাজশাহী যোগাযোগ করবেন। মোবাইল নং 01320061679, 01712984823