আজ বিকেল ৪টায় টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) -২০২২ এর ফাইনাল খেলা । ফাইনাল খেলায় অংশ নেয় টুঙ্গিপাড়া পৌরসভা একাদশ বনাম পাটগাতী ইউনিয়ন একাদশ । পাটগাতী ইউনিয়ন একাদশ ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় আর টুঙ্গিপাড়া পৌরসভা একাদশ ০ -১ গোলে পরাজিত হয়ে রানার চাপ হয় । খেলার শেষে বিজয়ীদের হাতে কাপ তুলে দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একে এম হেদায়েতুল ইসলাম । এসময় টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম , টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ একে এম সুলতার মাহমুদ , টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল , টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ , টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম , পাটগাতী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদ , টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিএম মাহমুদ হক , টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস , সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন সহ অন্যান্য নেতা কর্মীগন এবং উপস্থিত খেলার দর্শনার্থীবৃন্দ ।