রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

রংপুরের গঙ্গাচড়া এলাকায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক আজাদ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম @কাল্টু’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়া এলাকায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক আজাদ হত্যা মামলায় মৃত্যুদÐপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি সাইফুল ইসলাম @কাল্টু’কে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরন ও ধর্ষণসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ০২:০০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার কোনাবাড়ী থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রংপুর জেলার গঙ্গাচড়া থানার মামলা নং-১৯, তারিখ-২৫/০৮/২০১৮ খ্রিঃ, ধারা-৩০২/৩৯৪/২০১/৩৪ দন্ড বিধি। উক্ত চাঞ্চল্যকর ইজি-বাইক চালক আবুল কালাম আজাদকে ধারালো ছোরা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদÐপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম @কাল্টু (২৭)’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে।

৩। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, গ্রেফতারকৃত সাইফুল একজন ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। গত ২৪/০৮/২০১৮ খ্রিঃ তারিখ সাইফুলের নেতৃত্বে সাইফুল ও তার অন্যান্য সহযোগীরা মিলে পূর্বপরিকল্পিতভাবে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে রংপুরের গঙ্গাচড়া থানাধীন খলেয়া নামক স্থানের যাওয়ার কথা বলে আজাদ এর ইজি-বাইক ভাড়া নেয়। এরপর উক্ত এলাকার তাদের পূর্বপরিকল্পিত সুবিধাজনক স্থান একটি ধান ক্ষেতের কাছে পৌছালে তারা আজাদকে ইজি-বাইক থেকে নামিয়ে অস্ত্রের মুখে উক্ত ধান ক্ষেতে নিয়ে যায়। অতঃপর সেখানে নিয়ে গিয়ে ছোরা দিয়ে এলোপাথারি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ঘটনাস্থলে আজাদের লাশ ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে দ্রæত সেখান থেকে পালিয়ে যায়।

৪। উক্ত হত্যাকাÐের পর মৃত আজাদের মা মোখলেসেনা বেগম বাদী হয়ে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়েল করেন। অতঃপর উক্ত মামলা তদন্তের একপর্যায় পুলিশ আসামি সাইফুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাইফুল উক্ত হত্যাকান্ড ও ইজিবাইক ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেন। অতঃপর সাইফুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে পুলিশ সাইফুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ আদালত সাইফুলকে দোষী সাব্যস্থ করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদÐের আদেশ প্রদান করেন।

৫। পরবর্তীতে আসামি সাইফুল জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারের পূর্বে সাইফুল গাজীপুরের কোনাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

৬। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর