গতকাল ১০ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার ডেমরা থানাধীন ডেমরা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২০.৬০ (বিশ দশমিক ষাট) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। মোঃ হৃদয় @ আবুইদ্দা (১৯) পিতা ঃ মৃত আলফাজ, পালিত পিতা মোঃ ইলিয়াছ স্থায়ী ঠিকানা- বৈশর, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ডেমরাসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।