র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ডেমরা থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে খুলনা জেলার দিঘলিয়া থানার মামলা নং-০২ তারিখ-০২/১১/২০২৩ খ্রিঃ; ধারা-বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ঘ) তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৫/৬ এবং ২। খুলনা জেলার দিঘলিয়া থানার মামলা নং-০৫ তারিখ-০৫/১১/২০২৩ খ্রিঃ; ধারা-বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ঘ) তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৫/৬; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী দিঘলীয়া থানা, খুলনা এর বিএনপি’র যুগ্ম – আহবায়ক (দিঘলীয়া) গাজী মোঃ এনামুল হাসান মাসুম @ মাসুম গাজী (৪৩), পিতা-গাজী সিরাজ, মাতা-মৃত ফজিলাতুন্নেছা, সাং-চন্দনীমহল, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা‘কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার আইনগত প্রক্রিয়া চলমান আছে।