সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ছাগল বিতরণ।

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

সংগ্রাম, সাফল্য ও গৌরবের নিসচার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ১ডিসেম্বর সকাল ১০ টায় মিশন রোড়স্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বর্নাট্য র্্যালি ও সমাবেশের মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই জেলা শাখার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম(বার)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নূর খান। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি এম এ লতিফের সভাপতিত্বতে ও নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সন্চালনায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন,
সহ -সভাপতি মোসাদ্দেক আল আকিব, সদস্য আবদুর রহমান গাজী ও সদস্য শওকত করিম। উপস্হিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,দূর্ঘটনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজয় চৌধুরী লিটন, কোষাধ্যক মামুন শনি, প্রচার সম্পাদক
সাইফুল ইসলাম আকাশ, প্রকাশনা সম্পাদক
আলী শেখ, যুব বিষয়ক সম্পাদক বাদশা ভুইয়া, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম
কুমকুম, ,কমরুল ইসলাম, রহমত আলী রিপন, দিদার, হাবিব মিজি,মোখলেছুর রহমান,শাহাজাহান,শাহাদাত হোসেন, বাদল বেপারী,খোকন মজুমদার, খোরশেদ আলম,রুবেল বেপারীসহ জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) বলেন, প্রতিটি সড়কই নিরাপদ হ‌ওয়া উচিৎ। সড়ক দুর্ঘটনা এড়াতে সড়ক তৈরি করার শুরুতেই সড়কে থাকা বাক গুলোর প্রতি দৃষ্টি দিতে হবে। সড়কে অতিরিক্ত বাক থাকলে সেখানে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বেশি। তাই সড়ক তৈরি করার পরেও এগুলোর সংস্কার করাও আবশ্যক। তাহলেই সড়ক দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব। এছাড়াও আঞ্চলিক মহাসড়কে ট্রাফিক সিগন্যাল থাকতে হবে। আমরা যারা সড়কে চলাচল করি, তারা আরো সচেতন হতে হবে। যারা ড্রাইভার আছে, তারা আরো সচেতন হতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে।
আলোচনা শেষে নিসচা’র চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে ২টি গবাদি পশু ছাগল বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর