১। গত ২৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ হতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি/জামায়ত এর নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল নিক্ষেপ/দাহ্য পদার্থ দ্বারা বাসে অগ্নিসংযোগ করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮/১০/২০২৩ খ্রিঃ তারিখের নারকীয় তাণ্ডবে একজন পুলিশ কনস্টেবলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।
২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী থানাধীন বারিধারা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার বনানী থানার মামলা নং-০১, তারিখ-০১/১১/২০২৩ খ্রিঃ; ধারা-১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/৫০৬ দন্ডবিধি ১৮৬০ তৎসহ বিস্ফোরক উৎপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪/৬ ধারা; মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী ১। ঢাকা মহানগর পূর্ব জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, (২৫), পিতা-মোঃ ইদ্রিস আলি ফকির, সাং-বাসা নং-১৭৪, পাটিকেলাবাড়ি,নেসারাবাদ,থানা-নেসারাবাদ (স্বরূপকাঠি),জেলা-পিরোজপুর’কে গ্রেফতার করে।
৩। এছাড়া অদ্য ০৭ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকায় র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার মামলা নং-১৩ তারিখ-০৭/১১/২০২৩ খ্রিঃ; ধারা-১৪৩/৩৪১/৪৩৫/৪২৭/৫০৬/১১৪ দন্ডবিধি ১৮৬০ তৎসহ ৩/৬ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮; মামলার এজাহার ভুক্ত পলাতক আসামী ১। নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাখাওয়াত ইসলাম রানা (৪৫), পিতা-মৃত তাজুল ইসলাম, সাং-টানবাজার, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে।
৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত আসামীরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর বনানী, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।
৫। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।