শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

পদ্মা সেতুর উপরে গোল্ডেন লাইন ও মেঘনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ

দৈনিক টুঙ্গিপারা ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

আজ বিকেল ৪টার দিকে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর  ১৫ নং পিলারের উপর গোল্ডেন লাইন ও মেঘনা পরিবহনের দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ  হয় । এতে গোল্ডেন লাইনের হেলপার সহ এক যাত্রী আহত হন ।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, সেতুর ওপর টুকিটাকি মেরামত কাজ চলছিল। এতে সেতুর এক লেন দিয়ে গাড়ি চলছিল। আজ বিকেল চারটার দিকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পদ্মা সেতু হয়ে শরীয়তপুরের দিকে যাচ্ছিল। বাসটি সেতুর ১৪ ও ১৫ নম্বর খুঁটির মাঝামাঝি এলে অপর পাশ দিয়ে মেঘনা পরিবহনের একটি বাস চলে আসে। সে সময় দুটি বাসের সংঘর্ষ হয়। এতে গোল্ডেন লাইন পরিবহনের বাসের চালকের সহকারী এবং ওই বাসের একজন যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পদ্মা উত্তর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের দ্রুত শরীয়তপুরের একটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনার ২০-২৫ মিনিটের মধ্যে দুর্ঘটনাকবলিত বাস দুটিকে সেতু থেকে সরিয়ে নেওয়া হয়। সেতুর উপর যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর