গতকাল ১০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কামুচাঁন শাহ মাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২,৬৮,৫০০/- (দুই লক্ষ আটষট্টি হাজার পাঁচশত টাকা) টাকা মূল্য মানের ৮৯৫ (আটশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মায়া বেগম (৩৭), স্বামী- মোঃ শহিদুল ইসলাম তালুকদার, পিতা- মৃত বাদশা মিয়া, সাং-আপর, থানা- লৌহগঞ্জ, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। এসময় তার নিকট হতে মাদক বিক্রির ৬,৩০০ ( ছয় হাজার তিনশত টাকা) এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।