বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

কেরানীগঞ্জ মডেল থানার ওসির বিদায় সংবর্ধনা

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমুঃ

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

 

সোমবার সন্ধ্যা সাতটায় কেরানীগঞ্জ মডেল থানায় বন্ধন মাল্টিপারপাস কমপ্লেক্স ভবনে

এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) খালেদুর রহমান খালেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মোঃ শাহাবুদ্দিন কবির

 

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন

সংবর্ধনায় প্রধান অতিথি বলেন, ওসি মামুন অর রশিদ একজন উদার মনের মানুষ। সব সময় জনগণের সেবক হিসেবে এ থানায় কর্মরত ছিলেন। তিনি নতুন কর্মস্থলে ভাল থাকুক সেটাই আমরা কামনা করি।

 

অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মামুন অর রশিদ বিদায়ী বক্তব্য শুনে মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। কেরানীগঞ্জ উপজেলার মানুষ বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে তিনি বলেন আমি যে স্থানেই চাকুরী করি না কেন এ কেরানীগঞ্জ মডেল থানার মানুষকে ভুলতে পারবো না। কেরানীগঞ্জ মডেল থানার বাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে কেরানীগঞ্জে সকল সাংবাদিক ভাইদের সাথে  সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরেন।

 

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বিদায়ী ভারপ্রাপ্ত

কর্মকর্তা ওসি মামুন অর রশিদ বলেন, আমি গত দেড় বছর কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার এই দায়িত্ব পালনকালে কেরানীগঞ্জ মডেল থানায় সংগঠিত বিভিন্ন অপরাধের সংবাদ এর পাশাপাশি আমাদের বিভিন্ন সাফল্য গুলো আপনারা আপনাদের প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ায় প্রচার করেছেন।

আপনাদের এই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার আমাদের পেশাগত দায়িত্ব পালন আরো অধিক সহজ হয়েছে।

আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি, দু্নীতি, বিভিন্ন অনিয়ম সহ আমাদের ক্রটি বিচ্যুতি ধরিয়ে দিয়েছেন।

পেশাগত দায়িত্ব পালনকালে আমার কথায় অথবা ব্যবহারে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন এটি একান্তই  ছিল। সব সময় আপনাদের সহযােগিতা পেয়েছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

 

কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, কেরানীগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি মোহাম্মদ রায়হান খান।

ঢাকা জেলা, ট্রাফিক  দক্ষিণ ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন আশিকুর রহমান মুন্সী

সহ কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন সাংবাদিক গন উপস্থিত ছিলেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর