এরই ধারাবাহিকতায় গতকাল ২৪ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ফারুক (৩৭), পিতা- মৃত আমু, সাং- হাসারা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ ২। মোঃ জুয়েল (২৩), পিতা-মোঃ পিন্টু, সাং- কলাবাড়ী, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর ৩। মোঃ মামুন (২২), পিতা- মোঃ ওসমান গনি, সাং- কৃষ্ণপুর, থানা-ধোবাউড়া, জেলা- ময়মনসিংহ ৪। মোঃ বিল্লাল হোসেন (২১), পিতা- মৃত কালাম মৃধা, সাং-চন্দ্রমোহন, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল ৫। মোঃ শামীম (২১), পিতা- মোঃ বিল্লাল হোসেন, সাং কোনাপাড়া, থানা- যাত্রাবাড়ী, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৪ টি চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক ছিনতাই মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।