শুক্রবার রাতে খাজা গরীবে নেওয়াজ মাঈনুদ্দিন চিশতি র : আ: এর বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে পুরান ঢাকার বায়না নগরে পীর সাহেব বাড়ীতে খানকায়ে হাসমাতিয়া মাহমেদিয়ার আয়োজনে এক আলোচনা,ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দিল্লি থেকে আগত পীর ই তরিকত হযরত আল্লামা নাবিল আক্তার নকশাবন্দী কাদরী চিশতি, পরে মিরপুরের শাহ আলম কাওয়ালের পরিবেশনায় কাওয়ালী গানের আয়োজন করা হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন। খানকার গদিনশীল মোহাম্মদ সাফেয়াত উল্লাহ চিশতি আল সাবেরী, আঃ মানান সৈয়দ মাহবুবুর রহমান,দরবারের আশেককান আসলাম,সাংবাদিক মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক মিরপুরের খানকার সূফি শাহেন শাহ, জাহাঙ্গীর হাসমতি, আলমগীর চিশতি জাহাঙ্গীর রবিন সাংবাদিক ইমরান হোসেন ইমু, ও রানা প্রমুখ
শেষে সকল ভক্ত আশেকান ও আগত মেহমানদের মাঝে তোবারক বিতরণ করা হয়।