রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে ১২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু:
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

গতকাল ০৮ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক ১৫.৪০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ি হঠাৎপাড়া এলাকায় একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থান করিতেছে। পরবর্তীতে একই তারিখ বিকাল আনুমানিক ১৬.০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঘটনাস্থলে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন লোক একটি চটের বস্তাসহ কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। অতঃপর কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক আসামীর কাছে রক্ষিত চটের বস্তা তল্লাশি করে চটের বস্তার ভিতর হতে বাদামী কসটেপে মোড়ানো আনুমানিক ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ১২ (বার) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. মাহবুব আলম (৩৪), পিতা-মো. মিজানুর রহমান, সাং-বাগবাড়ী, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর