বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দোহার ও লালবাগ এলাকা হতে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৫৩ বার পড়া হয়েছে

অদ্য ০৬ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দোহার থানাধীন মেঘুলা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২,৪১,২০০/- (দুই লক্ষ একল্লিশ হাজার দুইশত) টাকা মূল্যের ৮০৪ (আটশত চার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। শরীফুল ইসলাম (২৫) ও ২। মোঃ ইয়াসিন মোল্লা (২৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া অদ্য তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার লালবাগ থানাধীন নবাগঞ্জ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মাইজুদ্দিন প্রঃ মাইজু (৪৯) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১০৭০/- (এক হাজার সত্তর) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দোহার ও লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর