অদ্য ১৯/০৮/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৩:৪০ ঘটিকায় র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্ত্বর হাইওয়ে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় ঢাকা থেকে গোপালগঞ্জের দিকে আসা ঢাকা মেট্রো-ব-১৫-১৩৪৩ নম্বরযুক্ত দোলা পরিবহন বাস হতে আনুমানিক ৬,১৫,৫০০/- টাকা মূল্যমানের ২০ কেজি ৫১০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১. মাহাতাব মনির (৪১), পিতা- মৃত আলম, সাং- ডোমরা গাঁ, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী ও ২. ওয়াশিম সিদ্দিকী (৪৫), পিতা- মৃত আব্দুর রহমান, সাং- ২/১২, ব্লক-সি, রোড নং-০৭, হাউজ নং-২/১৬, ওয়ার্ড নং-৩১, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিদ্বয় পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাসের যাত্রী সেজে যাত্রীবাহী বাস ব্যবহার করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করত। আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনের ০২ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।