সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

বিএনপি নির্বাচনকে বানচাল করতে চায় এ্যড.কামরুল ইসলাম

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বিএনপি নির্বাচনে না আসলে তাদের অস্তিত্ব বিলিন হয়ে যাবে এমন মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যড.কামরুল ইসলাম বলেছেন, তাদের আন্দোলনে দেশের মানুষ শরীক হয়না তাই তারা আন্তর্জাতিক বিশে^র সাথে হাত মিলিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রের ডালপালা আজ চারিদিকে বিস্তৃত। কিন্তু বাংলাদেশে সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে এবং যথা সময়েই হবে। তিনি বলেন,কোন অবস্থাতেই মৃত-তত্বাবধায়ক সরকার ব্যবস্থ্যা এদেশে আর ফিরে আসবেনা। সুতরাং বিএনপি নির্বাচনকে বানচাল করতে পারবে না। এ্যাড.কামরুল ইসলাম আজ ৯ জুন শুক্রবার তার নিজ নির্বাচনী এলাকার চড়াইল মাঠে কালিন্দী ইউনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সমেম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা বিশ^ নন্দিত নেত্রী। তার বিরুদ্ধে ষড়যন্ত্র কওে কোন লাভ হবে না। বিদ্যুতের অবস্থা সাময়িক। স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে। কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান মোস্তানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাজী এহসান উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম,সাধারন সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব,শফিউল আযম খান বারকু,শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,কালিন্দী ইউপি চেয়ারম্যান মো.ফজলুল হক, কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো.হুমায়ুন গনি,ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ই্য়ামিন,আ’লীগ নেতা হাজী ইকবাল হোসেন,মো.জিলহজ ¦ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর