সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা হতে বৈদেশিক মুদ্রা চোরাচালান চক্রের ০১ সক্রিয় সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৩ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শ্রীনগর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিভিন্ন দেশের ৯,৪০,৮০০/- (নয় লক্ষ চল্লিশ হাজার আটশত) টাকা সমমূল্যের বিভিন্ন নোটের ৭৯টি বৈদেশিক মুদ্রাসহ বৈদেশিক মুদ্রা চোরাচালান চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির শেখ সিরাজ (৫৩) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন বৈদেশিক মুদ্রা চোরাচালন চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে অবৈধভাবে পাচারের নিমিত্তে বিভিন্ন লোকজনদের নিকট বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর