বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন

সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে ৪ জনকে কারাদণ্ড

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমুঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমুঃ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের গোয়ালখালী এলাকায় সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে ৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের এ দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান। দণ্ডপ্রাপ্তদের মধ্যে নবী আউয়াল (৬০), সৈয়দ দিদার (২৭) ও সালাউদ্দিনকে (৩৫) এক মাস এবং রাজ্জাক দেওয়ানকে (৫০) ১৫ দিনের কারাবাসের সাজা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান জানান, সরকারি জমির মাটি কাটার অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের অবহিত করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পাওয়া যায়। এসময় মাটি কাটার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক তিন জনকে এক মাস ও এক জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর