গতকাল ০৬/০৭ ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যত্রাবাড়ী থানাধীন নবীনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ বছরের কারাদন্ড ও ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০৩ মাসের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সেলিম @ হেফজু (৪০), পিতা-মৃত আব্দুল ছালেক, সাং-ঢাকা, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ, এ/পি-রাশিদা রেস্টুরেন্ট, নবীনগর গলি, থানা-যাত্রাবাড়ী, ঢাকা’কে গ্রেফতার করে।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শীনগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০২টি মামলায় ০১ বছর ০৪ মাসের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শাহজাহান তালুকদার (৫২)’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজেদের আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।