র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০৭ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় একটি অভিযান পরিচালনা করে গত ১৭/০৬/২০২৩ইং তারিখ চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বাহাদুরপুর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর মোবারক হোসেন বাবু’কে গুলি করে হত্যার ঘটনায় মতলব উত্তর থানায় রুজুকৃত হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামি আমজাদ হোসাইন (৩৫), পিতা- মৃত গোলাম রসূল বেপারী, সাং- চর ওয়েষ্টার, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, এ/পি- মেরাজ নগর, রায়েরবাগ, থানা- কদমতলী, ঢাকাকে’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত ঘটনার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।