গতকাল ১১ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২টি চেক প্রতারণা মামলায় ০৯ মাসের কারাদন্ড ও ১৭,০০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত এবং বিস্ফোরকদ্রব্য আইনসহ অপর ০৩টি মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ আমজাদ হোসেন (৫০), পিতা- মৃত আব্দুল খালেক, সাং- মৃধাকান্দা, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বন্ধ ডাকপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে প্রতারণার মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত ও ৫০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পলাতক আসামী মোঃ আব্দুল লতিফ (৫৭), পিতা- মৃত জয়নাল আবেদীন, সাং- বন্ধ ডাকপাড়া, জিনজিরা, থানা- কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা উল্লেখিত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজেদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।