রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আলোচিত সেলিম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ০৩ আসামিকে ৭২ ঘন্টার মধ্যে রাজধানীর সূত্রাপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব- ১০

সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২৬ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১৯:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা ও র‌্যাব-৯ এর সহযোগীতায় রাজধানী ঢাকার সূত্রাপুর থানাধীন জনসনরোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার মামলা নং-৫, তারিখ-২৪/০৭/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/ ৩৪১/ ১১৪/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড। উক্ত আলোচিত সেলিম মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ০৩ আসামি ১। মোঃ রকি মিয়া (৩২), ২। মোঃ রমি মিয়া (২৮) ও ৩। মোঃ তোফাজ্জল নবী তপি (২৫), সর্ব পিতা-মৃত আলাউদ্দিন, সাং-শরিফনগর, নতুনবাড়ী, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ’দের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত হত্যাকান্ডের সাথে তাদের সম্পৃক্তার কথা স্বীকার করেছে। তারা উক্ত হত্যাকান্ডের পর রাজধানীর সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর