র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৭ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২০:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণাকারী চক্রের ০৩ ভুয়া পুলিশকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। দ্বীন ইসলাম (২৬), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-পশ্চিম রতনপুর, থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, বর্তমান ঠিকানা-পূর্ব চুনকুটিয়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, ২। মোঃ ইমন (২৬), পিতা-মোঃ হারুন হাওলাদার, বর্তমান ঠিকানা-হিজলতলা বাজার, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা (ভাসমান) ও ৩। মোঃ মেহেদী হাসান (২২), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-চুনকুটিয়া, নাজিরাবাগ, বাঙ্গালবাড়ী, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০১ জোড়া হ্যান্ডকাফ, ০৩টি মোবাইল ফোন ও নগদ- ৩,০৯০/- (তিন হাজার নব্বই) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পুলিশ পরিচয়ে প্রতারণাকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজেদেরকে পুলিশের বিভিন্ন কর্মকর্তা পরিচয় প্রদান করে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে গ্রেফতারসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করে অর্থ আতœসাৎ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।