র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরন ও ধর্ষণসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিস্ফোরক
এরই ধারাবাহিকতায় গতকাল ১১ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২৩:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং- ১২/২৪৯ তারিখ- ০৯/০৮/২০২৩ খ্রিঃ; ধারা- ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩)। উক্ত ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি ধর্ষক মাসুদ (২৬), পিতা- মোঃ আলী আকবর, সাং-চিকনিসার, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ‘কে মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উপরোক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।