বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার চাঞ্চল্যকর হত্যা মামলায় পলাতক মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি আনারুল’কে ফরিদপুরের ভাংগা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অপহরন, ধর্ষণ ও হত্যাসহ, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১২:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০১ এর সহযোগিতায় ফরিদপুর জেলার ভাংগা এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মামলা নং-০২(৯)০১, ধারা-৩০২/২০১ পেনাল কোড (হত্যা মামলা) মামলায় পলাতক মৃত্যুদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত আসামি কুখ্যাত খুনি মোঃ আনারুল, পিতা- সামশুল হক, সাং- পূর্ব শিব বাড়ী, থানা-উলিপুর, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্তার কথা স্বীকার করেছে। সে উক্ত হত্যা মামলা রুজুর বিষয়টি জানতে পেরে দীর্ঘদিন যাবৎ ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর