এরই ধারাবাহিকতায় গতকাল ২৮ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২০:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ০৬ এর সহয়াতায় খুলনার সদর থানাধীন টুটপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ২০০৪ সালে রাজধানীর সূত্রাপুরের চাঞ্চল্যকর পিতা-পুত্র হত্যা মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত আসামি ভুট্রো ওরফে আবু তালেব ভুট্রো (৪২), পিতা- মহব্বত আলী, সাং- আলীনগর, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে মামলা রুজুর পর থেকে দীর্ঘ ১৭ বছর যাবৎ বিভিন্ন ছদ্মবেশে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।