গতকাল ০৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১৮:৪০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা মূল্যের ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাব্বি সরকার (৪০), পিতা-মৃত মোঃ আমির আলী, সাং-টেংরা, থানা-শ্রীপুর জেলা-গাজীপুর বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।