এরই ধারাবাহিকতায় গতকাল ১৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৩,৭৮,০০০/- (তিন লক্ষ আটাত্তর হাজার) টাকা মূল্যমানের ১২৬ (একশত ছাব্বিশ) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আমজাদ হোসেন (৫২), পিতা-মৃত খোদাবক্স, সাং-শিবপুর, থানা-মজিবনগর, জেলা-মেহেরপুর ২। মোঃ আতিক (৪২), পিতা- মৃত রুস্তম আলী, সাং- দক্ষিণপাড়া, থানা- মাদারিপুর সদর, জেলা-মাদারিপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক ও নগদ ১৮,৬০০ (আঠারো হাজার ছয়শত) টাকা জব্দ করা হয়।
এছাড়া গতকাল ১৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন টোলপ্লাজা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২,৭০,০০০/- ( দুই লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যমানের ৯০০ ( নয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোসাঃ জিয়াসমিন আক্তার (২৫), পিতা- নুর হোসেন, সাং- নয়া বাজার, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার ২। মোঃ রিয়াজ (২২), পিতা- নুর হোছাইন, সাং কম্বনিয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গা ও ঢাকার কেরাণীগঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।