নিজস্ব প্রতিবেদক: নারায়নগঞ্জে অর্ধশতাধিক শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মাসদাইর পাকাপুল এলাকার রাজন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১১:৩০ মিনিটে চাষাঢ়া শহীদ মিনার, চাষাঢ়া রেল স্টেশন এবং ২নং রেললাইন এলাকায় প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এইসময় উপস্থিত। ছিলেন, রাজন, ভিকি, সানি,নেছার, জাহাঙ্গীর,সেলিম, সুমন, রাশেদুল, পাভেল, বায়োজিদ, হিরা, ইমরান,রোহান ও শুভ।