র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অপহরন, ধর্ষণ ও হত্যাসহ, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৯ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ থানাধীন শুভাড্যা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যাক্তিদের নাম ১। শুভ শেখ (২৭), পিতা-আসলাম শেখ, সাং-মজিদপুর দয়াহাটা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ২। মোঃ সুজন খাঁ (২৭), পিতা-এসকেন খাঁ, সাং-পূর্ব বেতাগী, থানা তেবাগী, জেলা-বরগুনা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও একটি ছুরি উদ্ধার করা হয়।
এছাড়াও গত ১৮ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকরীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যাক্তিদের নাম ১। মোঃ কবির (৩৫), পিতা- মোঃ জাহাঙ্গীর, সাং- কাজিরাবাদ, থানা-লালমোহন, জেলা- ভোলা ২। মোঃ সোহেল (৪৫), পিতা-মৃত সুলতান, সাং- সন্তোসপুর, থানা- কাজিরহাট, জেলা- বরিশাল বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জ, যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু কতরঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।