সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন

চোরে না শুনে ধর্মের কাহিনী , মহাসড়কে অনিয়ন্ত্রিত পরিবহন সেক্টর

সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

সম্পাদক দৈনিক টুঙ্গিপাড়াঃ সরকারের সদইচ্ছা অভাব না থাকলেও অভাব রয়েছে পরিবহন ড্রাইভারদের । জনগন যাতে নিরাপদে তার গন্তব্য স্থানে পৌছাতে পারে সেজন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে ৪ লেন ৬ লেন ১৪ লেন মহাসড়ক বানিয়ে দিয়েছেন । এবং সু শৃঙ্খল ভাবে গাড়ী চলাচলের জন্য বিভিন্ন ধরনের নিয়মনীতি দিয়েছেন এবং অবকাঠামো তৈরী করেছেন । রোড মার্কিং , যাত্রী উঠানো নামানোর স্থান সহ বিভিন্ন ধরনের নিয়মনীতি থাকলেও সেগুলোর তয়াকা করেন না ড্রাইভার গন । সবচেয়ে বেশী নিয়ম ভঙ্গ করেন পরিবহন ড্রাইভার গন । যেমন ওভারপাস নিষিদ্ধ স্থানে  ওভারপাস করেন , যাত্রী উঠা নামার স্থানে গাড়ী না রেখে রাস্তার মাঝে গাড়ী রেখে যাত্রী উঠা নামা সহ মালামাল  লোড আনলোড করে থাকেন । যা সড়কে দুর্ঘটনার  ঝুকি বহন করে । এছাড়াও মাইক্রোবাস, প্রাইভেট কার ও নিয়মনিতির তোয়াক্কা কম করেন । রোড নির্দেশনা মেনে গাড়ী চালালে দুর্ঘটনার ঝুকি অনেকাংশে কমে যায় , জনগন কম আতংকিত হয় এবং নিরাপদে তার গন্তব্যে পৌছাতে পারেন । ঝুকিপূর্ন স্থান গুলিতে সিসি ক্যামেরা সহ নিয়ম অমান্যকারীর বিরুদ্ধে জরিমানার বিধান এবং জরিমানা বাস্তবায়ন করা জরুরী । টোকেন , স্টিকার, সিলিভ , হ্যান্ডসেক সহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে  কঠোর ব্যবস্থা গ্রহন করেন আইনের যথাযথ প্রয়োগ বাস্তবায়ন করা প্রয়োজন । নচেৎ সড়কে প্রতিনিয়ত তাজা রক্ত ঝড়বেই । প্রতিদিন কারোনা কারো বুক খালি হবে , কেউ এতিম হবে ,কেউ বিধবা হবে । সড়ক আইন মেনে গাড়ী চালান . দূর্ঘটনা এড়িয়ে নিরাপদে গন্তব্যে পৌছান ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর