শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন

কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ীদের সাথে-পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইম
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু ‌।

আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে ঐতিহ্যবাহী
দেশি পোষাকের সব চেয়ে বড় বাজার কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লী ব্যবসায়ীদের সমিতির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে
ঢাকা জেলা পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল)  বিকেলে কালীগঞ্জে জেলা পরিষদ মার্কেটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

এসময় তিনি বলেন, দেশের পোশাক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে কেরানীগঞ্জের ব্যবসায়ীরা। তাই তাদের যে কোন সমস্যা পাশে থাকবে ঢাকা জেলা পুলিশ। গার্মেন্টস পল্লী এলাকায় কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস, অনিয়ম কঠোর হস্তে দমন করা হবে
কেরানীগঞ্জসহ ঢাকা জেলায় কোনো ধরনের নিরব চাঁদাবাজি করলে পুলিশসহ সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি হাজী মোঃ স্বাধীন শেখ এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ মুসলিম ঢালী, সাবেক সভাপতি আবদুল আজিজ, কেরানীগঞ্জ দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ,  কেরানীগঞ্জ মডেল থানার  অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, ঢাকা জেলার ট্রাফিক দক্ষিণ এডমিন জাকির হোসেন সহ ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর