গতকাল ০৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৫:০০ ঘটিকায় র্যাব-১০ এর দুইটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মামলা নং-০১, তারিখ-০১/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১); নাবালিকা শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি সিরাজ শেখ (৫৫), পিতা-মৃত আঃ জব্বার শেখ, সাং-বহরপুর, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি বলে স্বীকার করেছে। সে উক্ত মামলা রুজুর পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
৪। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।