র্যাব-১০ এর অভিযানে রাজধানীর চকবাজার এলাকা হতে ১৩,৪৩২ পিস আতশবাজিসহ ০৪ জন গ্রেফতার
কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু
আপডেট সময়
সোমবার, ৬ মে, ২০২৪
৭৬
বার পড়া হয়েছে
গতকাল ০৫ মে ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক ১৫:৪৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার চকবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৩,৪৩২ (তের হাজার চারশত বত্রিশ) পিস বিভিন্ন প্রকার আতশবাজিসহ ০৪ জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। মোঃ লাহা উদ্দিন (৩২),পিতা- মৃত মঞ্জুর হোসেন, সাং-২৪/৩ বড় কাটরা, শিয়া বাড়ি, থানা- চকবাজার মডেল, ডিএমপি,ঢাকা, ২। মোঃ সুমন (৩২),পিতা- মৃত মতিন, সাং- সিলিমপুর, থানা- টঙ্গীবাড়ি, জেলা- মুন্সিগঞ্জ, ৩। মোঃ ফারদিন (১৮), পিতা- মোঃ আলাউদ্দিন, সাং-২৪/২ বড় কাটরা, শিয়া বাড়ি, থানা- চকবাজার মডেল, ডিএমপি,ঢাকা, ৪। মোঃ আসিফ, পিতা- মোঃ মিন্টু মিয়া, সাং- অজ্ঞাত, থানা- অজ্ঞাত,জেলা- অজ্ঞাত বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ চকবাজারসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি সরবরাহ করে আসছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।