রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

পৃথক অভিযানে আনুমানিক ৩৫ লক্ষ টাকা মূল্য মানের ১০২১ বোতল ফেন্সিডিল এবং গাঁজাসহ ০৬ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমুঃ
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

র‌্যাব ১০, সিপিসি ৩, ফরিদপুর ক্যাম্প নিয়মিত উল্লেখযোগ্য সংখ্যক মাদক বিরোধী অভিযান পরিচালনা ও বিপুল পরিমান মাদক উদ্ধার করে আসছে। সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০,সিপিসি ৩, ফরিদপুর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের বড় বড় চালান নিয়ে আসছে। অতঃপর উক্ত মাদক রাজবাড়ী ও ফরিদপুর জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাইক্রোবাস, প্রাইভেট কার,ইজিবাইক, মোটরসাইকেল যোগে আইন শৃক্সখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গোপনে সরবরাহ করে আসছে। এই মাদকের চালান ও মাদক সিন্ডিকেটের মূলহোতাদের আইনের আওতায় আনার জন্য র‌্যাব ১০, সিপিসি ৩ ফরিদপুর ক্যাম্প কাজ শুরু করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৪ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ বিকালে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কুষ্টিয়া জেলা হতে মাদকদ্রব্যের চালান নিয়ে মাইক্রোবাস যোগে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা হয়ে ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন টিএন্ডটি পাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক বিকাল ১৭:১০ ঘটিকায় কুষ্টিয়া হতে আগত একটি মাইক্রোবাস এর গতিরোধ করে। তল্লাশির এক পর্যায়ে মাইক্রোবাসটি হতে মোট ১০০ (একশত) বোতল ফেন্সিডিল ও ০৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। এসময় ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ শাহিন আলী (৩৪), পিতা-মোঃ জামিরুল ইসলাম ও ২। মোঃ ইমন ইসলাম (২৩), পিতা-সাবদুল, উভয় সাং-কৈপাল, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস জব্দ এবং ০২টি মোবাইল ফোন ও নগদ- ৯,৩৫০/- (নয় হাজার তিনশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।

এছাড়াও গতকাল একই তারিখ রাতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, মাদকের একটি বিশাল চালান ফরিদপুরের দিকে আসছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ফরিদপুর-ভাংগা মহাসড়কে ব্রাহ্মণ কান্দা এলাকায় কৌশলগত অবস্থান গ্রহন করে। রাত আনুমানিক ২১:১০ ঘটিকায় ঘটনাস্থলে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দলের সদস্যরা কৌশলে একটি মাইক্রোবাস ও মাইক্রোবাসের পাশে থাকা একটি ইজিবাইকসহ ০৪ জন ব্যক্তিকে আটক করে। অতঃপর আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের গাড়িতে ফেনসিডিল ও গাঁজা রয়েছে। পরবর্তীতে আটককৃত আসামীদের তথ্যমতে ৯২১ বোতল (নয়শত একুশ) ফেন্সিডিল ও ১.৫(দেড়) কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ২৯,০০,০০০(ঊনত্রিশ লক্ষ) টাকা। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ আকবর সরদার (৪১), পিতা-মোঃ তোফাজ্জেল সর্দার, সাং-মিরপাড়া, খানখানাপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী, ২। মোঃ সজিব (৩৮), পিতা-নজিবর রহমান, সাং-ললক্ষ্মীকোল, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী, ৩। মোঃ রাহাত বেপারী (৩৪), পিতা-মৃত সবেদ আলী বেপারী, সাং-চর টেপাখোলা বেপারীপাড়া, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর ও ৪। দিপু কুমার শীল (৪২), পিতা-মৃত রঞ্জিত চন্দ্র শীল, সাং-গোপালপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস ও ০১টি ইজিবাইক জব্দ এবং ০৬টি মোবাইল ফোন ও নগদ- ৭,০০০/- (সাত হাজার) টাকা উদ্ধার করা হয়।

উল্লিখিত দুইটি অভিযানে সর্বমোট ১০২১ বোতল ফেন্সিডিল, ৬.৫ কেজি গাঁজাসহ মোট ০৬ (ছয়) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩৫ লক্ষ (পঁয়ত্রিশ লক্ষ) টাকা। এছাড়াও উক্ত অভিযানে দুইটি মাইক্রোবাস, একটি ইজিবাইক, ১৬,৩৫০/-(ষোল হাজার তিনশত পঞ্চাশ) টাকা ও ০৮(আট) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দির্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে রাজবাড়ী ও ফরিদপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করত। মূলত তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে বলে জানা যায়। উল্লেখ্য,ধৃত আসামী মোঃ আকবর সরদার(৪১) এর বিরুদ্ধে ০১ টি এবং ধৃত আসামী দিপু কুমার শীল (৪২) এর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর