এরই ধারাবাহিকতায় গতকাল ১৪ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১০:২৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২১,৩০,০০০/- (একুশ লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্য মানের ৭১ (একাত্তর) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মো. সাইম মাঝি (২১), পিতা-মো. সোহরাব হোসেন মাঝি, সাং-জুসখোলা, শামসুরহাট বাজার, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর ও ২। মো. অপু মৃধা (২৯), পিতা-মো. শাহাদৎ হোসেন, সাং-রেলরোড, নাগেরবাজার, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ-৯৬০/- (নয়শত ষাট) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।