রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

ফরিদপুর সালথার ইয়ার আলী (৫৫)’কে হত্যা মামলার পলাতক প্রধান আসামী হাফিজুর রহমান (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু:
  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

গত ১১/০৮/২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২০:৪০ ঘটিকায় ফরিদপুর জেলার সালথা থানাধীন গোপালীয়া এলাকায় বসবাসকারী মোঃ ইয়ার আলী (৫৫)’কে একই এলাকায় বসবাসকারী হাফিজুর রহমান (৩৫) ও তার অন্যান্য সহযোগীরা জমি-জমার বিরুধকে কেন্দ্র করে পূর্ব সত্রæতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ইয়ার আলীর উপর অতর্কিতভাবে এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে তাদের হাতে থাকা রাম দা, ছেন দা, কাতরা, লোহার শাবল, লোহার রড ও লাঠি-সোটা ইত্যাদির আঘাতে ইয়ার আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত কাটা জখম ও লীলাফুলা জখম প্রাপ্ত হয়। এ সময় আসামী হাফিজুর রহমান ভিকটিম ইয়ার আলীর কাছে থাকা জমি বিক্রয়ের নগদ- ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মারধরের একপর্যায়ে ইয়ার আলীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল হতে চলে যায়। অতঃপর উক্ত ঘটনার সংবাদ পেয়ে ইয়ার আলীর ছেলে রাসেল শেখ (২৮) দ্রæত ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদের সহযোগীতায় ইয়ার আলীকে মুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ইয়ার আলীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ভিকটিম ইয়ার আলী চিকিৎসাধীন অবস্থায় উক্ত হাসপাতালে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় মৃত ইয়ার আলীর ছেলে রাসেল শেখ বাদী হয়ে ফরিদপুর জেলার সালথা থানায় ইয়ার আলীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামী হাফিজুরসহ ১৫ জন এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১/১৯৩, তারিখ-১৪/০৮/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ তৎসহ ৩০২ দন্ড বিধি ১৮৬০। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে হাফিজুরসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত সকল আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গতকাল ০১/১১/২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২২:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাংগা রাস্তার মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে পরিদপুরের সালথা থানাধীন গোপালীয়া এলাকায় চাঞ্চল্যকর ইয়ার আলী হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী হাফিজুর রহমান (৩৫), পিতা-সাহিদ মাতুব্বর, সাং-গোপাদিয়া, থানা-সালথা, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর