রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী জসিম হাওলাদার’কে ঠাকুরগাঁও জেলার সদর এলাকা হতে ১৫৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু:
  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

অদ্য ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ মাঝ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও র‌্যাব-১৩ এর সহযোগীতায় ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-০১,তারিখ- ০১/০৯/২০১৪ খ্রিঃ, জিআর নং-৪৮৬/১৪ , ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামী মোঃ জসিম হাওলাদার (৪৪), পিতা- আব্দুস সোবহান, সাং- ছোট গৌরীচন্না, থানা- বরগুনা সদর, জেলা- বরগুনাকে আনুমানিক ৪,৭৭,০০০(চারলক্ষ সাতাত্তর হাজার) টাকা মূল্যমানের ১৫৯ (একশত ঊনপঞ্চাঁশ) বোতল ফেনসিডিলসহ গ্রেফাতর করে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত আসামী মামলা রুজুর পর হতে দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম ও পরিচয় গোপন করে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল এবং দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর