শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে S.K REAl ESTATE এর নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহী থেকে মোঃ সুমন হোসেন
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে

রাজশাহী থেকে মোঃ সুমন হোসেনঃ
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন মহানন্দা আবাসিক এলাকায় S.K REAl ESTATE নামের একটি নির্মাণাধীন সাত তলা ভবনের সিড়ি থেকে পড়ে শাহীন (৩৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার ১২মার্চ বিকাল পাঁচটায় S.K REAl ESTATE এর নির্মাণাধীন সাত তলা বিল্ডিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহীন চাপাইনবাবগঞ্জ জেলার বজলুর রহমানের ছেলে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সহকর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহীনের ছোট ভাই প্রতিবেদককে জানান, আমার ভাই শাহীন পেশায় নির্মাণ শ্রমিক। নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত সিড়ি থেকে নিচে পড়ে যান।

চন্দ্রিমা থানার ওসি মোঃ ইমরান আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর