সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

পাটগাতী বাসস্ট্যান্ড টুঙ্গিপাড়া মোড় দ্রুত সম্প্রসারণ প্রয়োজন

সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধীতে দর্শনার্থীদের সংখ্যা অনেক  বৃদ্ধি পেয়েছে । প্রতিদিন প্রচুর পরিমানে পরিবহন , মাইক্রোবাস , প্রাইভেট কার , টুঙ্গিপাড়া জাতির জনকের  সমাধি প্রাঙ্গনে আসে । এছাড়া সপ্তাহের অন্যান্য দিন সহ শুক্র শনিবার প্রচুর পরিমান ভিআইপি   টুঙ্গিপাড়া সফর করেন । টুঙ্গিপাড়া উপজেলার গরীব দুঃখী খেটে খাওয়া মানুষেরা যারা ভ্যান অটো রিক্সা , সিএনজি, মাহেন্দ্র  চালান তারা যাত্রী উঠানামার স্থান হিসাবে  পাটগাতী বাসস্ট্যান টুঙ্গিপাড়া মোড় টিকে ঘিরে বসে থাকেন । সেক্ষেত্রে  মোড়টিতে সব সময় যানজট লেগেই থাকে । এরপর টুঙ্গিপাড়া সফর করতে আসা বড় বড় পরিবহন বা গাড়ীগুলো আসলে মোড়টি  সবার জন্য ভোগান্তি সৃষ্টি করে । ফলে যখন ভি আইপি আসে তখন আইন শৃঙ্খলা বাহিনী ও হিমসিম খান তা সামাল দিয়ে ভিআইপিদের চলাচলের পথ যানজট মুক্ত করতে ।নাম প্রকাশে অনিচ্ছুক আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্য অসহাত প্রকাশ করে বলেন জানতে পেরেছি সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে  এই মোড়ের জন্য একটি গোলচত্বর ও টুঙ্গিপাড়ায় সফরে আসা অতিথি বা ভিআইপিদের যাত্রা নির্বিঘ্ন করতে একটি মোর বাইপাস এর টেন্ডার সম্পন্ন হয়েছে । টেন্ডার টি দ্রুত বাস্তবায়ন হলে  সকলের ভোগান্তি যেমন কমে যেত তেমনি আমাদের জন্য ও সহজ হত ভিআইপিদের যানজট মুক্ত যাতায়াত নিশ্চিত করা ।

এমতাবস্থায় পাটগাতী বাসস্ট্যান্ড টুঙ্গিপাড়া মোড় গোলচত্বর ও মোড়  বাইপাস দ্রুত বাস্তবায়ন প্রয়োজন ।  

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর