টুঙ্গিপাড়া থেকে খুলনাগামী সকল পেট্রোল পাম্পের তেল একসঙ্গে শেষ হয়েগেছে। কোন পেট্রোল পাম্পে গেলে তেল পাওয়া যায় না। সব পেট্রল পাম্প বলে তেল নেই।এতে ভোগান্তি চরমে পৌঁছে গেছে। প্রসাশনের একটু ক্ষতিয়ে দেখা উচিত। কেন কিভাবে একসাথে সব পাম্পের তেল শেষ হয়ে গেল নাকি সিন্ডিকেট।