গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড টুঙ্গিপাড়া উপজেলায় ১৩ ভোটের ব্যবধানে জয়ী হলেন বি এম তৌফিক ইসলাম । বি এম তৌফিক ইসলাম (ঘুড়ি) পেয়েছেন ৪৬ ভোট , তার নিকট তম প্রতিনিধি মোঃ এমদাদুল হক বিশ্বাস (তালা) পেয়েছেন ৩৩ ভোট, মোঃ খালিদ হোসেন (টিউবওয়েল) পেয়েছেন ০১ ভোট, রমজান শরীফ (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন 0১ ভোট, মোঃ নুরমিয়া মোল্লা (হাতি) পেয়েছেন ০০ ভোট , মোট ভোট ৮১ টি । কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন ।