গোপালগঞ্জ -৩ আসন ( টুঙ্গিপাড়া – কোটালীপাড়া) এর এমপি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী এলাকার উন্নয়নের দ্বায়িত্ব দিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার কে । এখন থেকে তিনিই গোপালগঞ্জ -৩ আসনের উন্নয়ন তথা এমপির প্রতিনিধি হয়ে দ্বায়িত্ব পালন করবেন ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশীবাড়ী গ্রামের মৃত মোবারেক আলী খন্দকারের ছেলে। তিনি ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসরে যান । পরে তিনি ৩ বারে মোট ৫ বছর একই পদে চুক্তিভিতিক নিয়োগ প্রাপ্ত হন । এবংগত ২৯ সেপ্টেম্বর তিনি চুক্তিভিতিক নিয়োগ হতে অবসর যান ।
মঙ্গলবার প্রধানমন্ত্রী ও তার একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ মনোনয়নের কথা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য জাতীয় সংসদ এলাকা-২১৭, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) এর উন্নয়ন কার্যক্রমে আমার (প্রধানমন্ত্রী) পক্ষে দায়িত্ব পালনের জন্য মো. শহীদ উল্লা খন্দকারকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন করা হলো।