আজ দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ জাহাঙ্গীল আলম ।শ্রদ্ধাঞ্জলী শেষে জাতির জনকের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন । এসময় তার সফর সঙ্গি একান্ত সচিব এস এম গোলাম কিবরিয়া , টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম , টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল মনসুর , টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল , টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম , টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ছামাদ বিশ্বাস সহ অন্যান্য সংশ্লিষ্ট কমকর্তা , কর্মচারী এবং ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এর পর তিনি জাতির জনকের সমাধীতে কিছুটা সময় অতিবাহিত করে টুঙ্গিপাড়ার কেড়াইল কোপা গ্রামে অবস্থিত “টুঙ্গিপাড়া প্রতিবন্ধী বিদ্যালয় “ ও টুঙ্গিপাড়া প্রতিবন্ধী হাসপাতাল পরিদর্শন করে শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষন ও পূনার্বাসন কেন্দ্র পরিদর্শনের জন্য যান ।