বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:২২ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে নবনিযুক্ত গভর্নরের শ্রদ্ধাঞ্জলি

সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়া
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে

আজ দুপুর ১১ টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদার  । শ্রদ্ধাঞ্জলি শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় সকল সঙ্গী হিসেবে তার স্ত্রী সহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাগণ সহ গোপালগঞ্জ জেলাধীন  ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন‌ এছাড়া ও গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা এডিসি একেএম হেদায়েতুল ইসলাম  ‍টুঙ্গিপাড়া  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন  টুঙ্গিপাড়া উপজেলা  সহকারী কমিশনার (ভূমি ) দিদারুল ইসলাম টুঙ্গিপাড়া‌ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন সহ-সভাপতি ও পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শুকুর আলী টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন। জাতির জনকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে সমাধি প্রাঙ্গণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং এরপর তিনি জাতির জনকের স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া লঞ্চঘাট পরিদর্শন করে  জাতির জনকের স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়ার পার্টগাতী বাজার সংলগ্ন মধুমতি নদীর তীরে নবনির্মিত  লঞ্চ ঘাটটি পরিদর্শন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর