টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন আজ। এ উপলক্ষ্যে আজ সকাল ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধঞ্জলী নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে শেখ ফজলুল হক মনি সহ শেখ পরিবারের মৃত ও জীবিত সকল সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয় । এসময় টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি হাচান আহম্মেদ কচি ,সাধাণন সম্পাদক বিএম মাহমুদ হক , টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল , টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ যুব লীগের অনান্য নেতা কর্মীগন উপস্থিত ছিলেন ।