টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
অবশেষে বহিস্কার হল
আজ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ অফিসে টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহীদের সমাধানের জন্য একটি সভা অনুষ্ঠিত হয় । সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত যারা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার জন্য দলের নিকট দলীয়ভাবে নমুনেশন প্রার্থী ছিলেন এবং দলীয় নমুনেশন না পেয়ে বিদ্রোহী প্রাথী হিসাবে প্রতীয়মান আছেন তাদের সকলকে দল থেকে বহিস্কার করা হল । অর্থাৎ এখন থেকে তারা আর আওয়ামীলীগের দলীয় কোন পদে নেই । তাদের নির্বাচন পরিচালনায় আওয়ামীলীগের দলীয় পরিচয় বহন করতে পারবেন না । উক্ত সভায় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব খান , টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বসার খায়ের , সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ , টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল , টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক বিএম ফোরকান আলী , দলের অন্যান্য নেতাকর্মীগন সহ ৫ ইউনিয়নের নেতা কর্মী ও সাধারন জনগন উপস্থিত ছিলেন ।