রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

গোপালগঞ্জের ২ নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ ইকবাল হোসেনঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গোপালগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বারবার নির্বাচিত শেখ ফজলুল করিম সেলিম এর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ চুন্নু গাজীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত কাউন্সিলর আলিমুজ্জামান বিটু সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন, গোপালগঞ্জ ২ আসনের বারবার নির্বাচিত এমপি শেখ ফজলুল করিম সেলিম প্রতিবার রেকর্ড সংখ্যক ভোটের মধ্য দিয়ে বিজয় লাভ করে। ইতিমধ্যে তিনি পরপর আটবার গোপালগঞ্জ দুই আসনের এমপি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। এই জেলাকে বলা হয়ে থাকে আওয়ামী লীগ তথা নৌকার ঘাঁটি। বাংলাদেশের সব থেকে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয় এই জেলার এমপি।

 

আসছে ৭ জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সফল ও সার্থক করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানান বক্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে পুনরায় নৌকা মার্কায় ভোট প্রদানের দাবি করেন তারা।

 

নির্বাচনী জনসভা শেষে সমাবেশ স্থল থেকে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ২ নং পৌর কাউন্সিলর এর নেতৃত্বে একটি নির্বাচনী প্রচার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উক্ত প্রচার মিছিলে দলীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশ

গ্রহণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর